ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

মিশরের গাজা পুনর্গঠনের পরিকল্পনার সমালোচনা করেছে ইসরায়েল

প্রকাশিত: ১০:১৬, ৫ মার্চ ২০২৫

মিশরের গাজা পুনর্গঠনের পরিকল্পনার সমালোচনা করেছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

আরব নেতারা সর্বসম্মতভাবে পাঁচ বছরের একটি ৫৩ বিলিয়ন ডলারের পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মাধ্যমে ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজা পুনর্গঠন করা হবে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপকূলীয় এলাকাটি “দখল” করার প্রস্তাবের পাল্টা উদ্যোগ।

ইসরায়েল, যারা বর্তমানে গাজার সমস্ত খাদ্য, ওষুধ এবং সাহায্যের ওপর অবরোধ বজায় রেখেছে, এই পরিকল্পনাটির কঠোর সমালোচনা করেছে। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প আমাদের আরব অংশীদারদের এই মতামতকে স্বাগত জানিয়েছেন।


তথ্যসূত্র: https://www.google.com/amp/s/www.aljazeera.com/amp/news/liveblog/2025/3/5/live-israel-slams-egypts-gaza-plan-hamas-welcomes-call-for-elections

আবীর

×