ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

গাজার পক্ষ নিয়ে পশ্চিমাদের হুঁশিয়ার করল এরদোয়ান

প্রকাশিত: ২১:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

গাজার পক্ষ নিয়ে পশ্চিমাদের হুঁশিয়ার করল এরদোয়ান

ছ‌বি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যখন কথা বলেন তখন বিশ্ব শোনে, কারণ তিনি যা বলেন তা শুধু মধ্যপ্রাচ্যের নয় গোটা বিশ্বের জন্যই বার্তা হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এই মুহূর্তে গাজার পরিস্থিতি নিয়ে তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন তা ওয়াশিংটনের গোপন পরিকল্পনাকে সামনে এনে দিয়েছে। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনিদের জোরপূর্বক মিশর জর্ডান বা অন্য কোন দেশে সরিয়ে দেয়ার যে প্রস্তাব উঠছে তা কোনভাবেই মেনে নেয়া হবে না। এটিকে তিনি সরাসরি অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। কিন্তু হঠাৎ কেন এই ইস্যুতে সরব এরদোয়ান!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরিকল্পনায় গাজার জনগণকে বিভিন্ন দেশে সরিয়ে দেয়ার চিন্তা করা হচ্ছে। কিন্তু বাস্তবে এর অর্থ দাঁড়াবে ফিলিস্তিনিদের চিরতরে নিজেদের ভূমি থেকে উৎখাত করা। আর ঠিক এখানেই এরদোয়ানের প্রবল আপত্তি। তিনি স্পষ্ট করেছেন গাজার সংকটের সমাধান হতে হবে ন্যায়ের ভিত্তিতে, শক্তির ভিত্তিতে নয়। শুধু অস্ত্রের জোরে ফিলিস্তিনিদের ভূমি দখল করা বা তাদের ঘর ছাড়া করা চলবে না।

আবীর

×