ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ইরান ইসরাইলের লড়াই যুদ্ধের দিকে যাবে?

প্রকাশিত: ১৮:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ইরান ইসরাইলের লড়াই যুদ্ধের দিকে যাবে?

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য জ্বলছে। ইরান-ইসরায়েলের উত্তেজনা তুঙ্গে। একদিকে ইরান ঘোষনা দিয়েছে তারা খুব শিগগিরই ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ চালাবে, অন্যদিকে ইসরায়েল বলছে, যদি আমেরিকা পাশে থাকে, তাহলে ইরানের অধ্যায় তারা চিরতরে শেষ করতে প্রস্তুত।

এমন টালমাটাল পরিস্থিতির মাঝেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠক করবেন। ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষৗয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনার জন্য চলতি তেহরান সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এই সফর শুধু রাশিয়া ইরানের সম্পর্কে জন্যই নয় বরং পুরো আন্তরর্জাতিক রাজনীতির জন্য গুরত্বপূর্ণ। কারন একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে সম্পর্কে স্বাভাবিক করার চেষ্টা করছে রাশিয়া।

অন্যদিকে আমেরিকা ইসরাইলের শক্তিশালি মিত্র। তাহলে রাশিয়ার এই কূটনৈতিক চাল ইরানের জন্য আশীর্বাদ নাকি নতুন সংকটের ইঙ্গিত। বর্তমানে ইরান ইসরাইলের দ্বন্দ আরো ভয়ংকর হয়ে উঠেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি জানিয়েছেন, ইসরাইলের আগ্রাসনের জবাব দিতে তারা তৃতীয় দফায় সামরিক অভিযান শুরু করতে চলেছে।

এর আগে ট্রু প্রমসি ও ট্রু প্রমিস ট্রু নামে দুটি অভিযান চালিয়ে ইরান ইসরাইলের সামরিক স্থাপনা গুলোতে হামলা করেছিল। ইসরাইলও পাল্টা আঘাত এনেছে। ইরানের বেশকয়েকটি গুরত্বপূর্ন সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৈাছেছে যেখানে বড় ধরনে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠেছে।

তবে এই উত্তেজনার মাঝেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ট মিত্র হলেও ইউক্রেন যুদ্ধের কারণে তারা এখন আমেরিকার সাথেও সম্পর্ক উন্নত করতে চাচ্ছে তাই এই সফর কি ইরানের জন্য ইতিবাচক হবে নাকি রাশিয়া কৈাশল বদলাচ্ছে।

এদিকে ইসরাইল বহুদিন ধরেই ইরানের পারমানবিক কর্মসূচিতে তাদের জন্য হুমকি হিসেবে দেখছে। তারা আগে থেকেই ইঙ্গিত দিচ্ছে যে যদি আমেরিকা তাদের পূর্ন সমর্থন দেয় তাহলে তারা ইরানের বড়ো ধরনের সামরিক অভিযান চালাবে। 

এদিকে আমেরিকা এখন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে যা ইরানের জন্য উদ্বেবেগের কারণ হতে পারে। তবে কি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। ইরান ইসরাইলের লড়াই কি পূর্ণমাত্রায় যুদ্ধের যুদ্ধের দিকে যাবে।

ভিডিও: watch?v=sMQVjSezFss

শরিফুল

×