ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

গাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান আরব নেতাদের

প্রকাশিত: ২০:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

গাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান আরব নেতাদের

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে প্রতিক্রিয়া গঠনের লক্ষ্যে শুক্রবার সৌদি আরবের রিয়াদে একত্রিত হন আরব নেতারা। এই পরিকল্পনায় গাজার মালিকানা নেওয়া, ফিলিস্তিনিদের বিতাড়িত করা এবং এলাকাটিকে মধ্যপ্রাচ্যের "রিভিয়েরা" বানানোর কথা বলা হয়েছে। মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো ৪ মার্চের আরব সম্মেলনের আগে এই বৈঠকে অংশ নেয়। পরবর্তীতে ইসলামিক দেশসমূহের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচনায় মিশর ১০ থেকে ২০ বছরের একটি উপসাগরীয় অর্থায়নে গাজা পুনর্গঠনের প্রস্তাব দেয়, যেখানে হামাসকে শাসন থেকে বাদ দেওয়া হবে এবং গাজার জনগণ তাদের নিজ ভূমিতে থাকতে পারবে। তবে এই পরিকল্পনায় এখনো সব আরব দেশের পূর্ণ সমর্থন মেলেনি। মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি দাবি করেন, তার দেশ তিন বছরের মধ্যে গাজাকে আগের চেয়ে ভালো অবস্থায় পুনর্গঠন করতে সক্ষম। যদিও বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের মতে, এই কাজ সম্পন্ন করতে ১০ বছর এবং ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।

গাজা পুনর্গঠনের সাফল্য নির্ভর করছে আন্তর্জাতিক সমর্থন, স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সহযোগিতার ওপর। তবে ইসরায়েল ইতিমধ্যে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে এবং গাজা থেকে স্বেচ্ছায় জনগণকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, পশ্চিম তীর-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসনের আগ্রহ দেখালেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। আরব দেশগুলো এখনো একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছাতে সংগ্রাম করছে।

তথ্যসূত্রঃ সিএনএন

আবীর

×