ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হবে

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

প্রকাশিত: ২০:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

ইসরাইলি জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। বুধবার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য একটি রূপরেখা তুলে ধরে দেওয়া এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। এর মধ্য দিয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে ইসরাইলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করা সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, শনিবার তারা ছয়জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবেন এবং বৃহস্পতিবার আরও চারজনের মৃতদেহ ফিরিয়ে দেবেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সায়ার। এর মধ্যেই হামাস এই সপ্তাহে আরও ছয় জিম্মির মুক্তির পাশাপাশি দুই শিশুসহ চারজনের মরদেহ হস্তান্তরের ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার।
প্রায় ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠন করতে প্রয়োজন হতে পারে ৫০ বিলিয়ন অথবা পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। বিশ্বব্যাংক, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বুধবার যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলে হয়েছে। এদিকে গাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বিশেষ আরব লিগ সম্মেলন, যা আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল তা পিছিয়ে যাচ্ছে। এক ঘোষণায় এই সম্মেলনের উদ্যোক্তা মিসর জানিয়েছে, সম্মেলন ৪ মার্চ অনুষ্ঠিত হবে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন তারিখটি আরব লিগ সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়েছে, যা সম্মেলনের জন্য মূলগত এবং লজিস্টিক প্রস্তুতির অংশ হিসেবে ছিল। অন্যদিকে ইসরাইলের সামরিক বাহিনীর দুই সেনাসদস্য নেদারল্যান্ডস ছেড়ে পালিয়ে গেছেন। ওই দুই সেনা গাজা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে উদ্বেগের কারণে তারা ইউরোপের এই দেশটির রাজধানী আমস্টারডাম থেকে পালিয়ে যান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে ধাপে ধাপে ইসরাইলি জিম্মিদের মুক্তির বিরোধিতা করেন। তিনি অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানা।

×