ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

ইরানে হামলার পরিকল্পনা নিয়েছে ইসরাইল

প্রকাশিত: ২০:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ইরানে হামলার পরিকল্পনা নিয়েছে ইসরাইল

চলতি ২০২৫ সালে ইরানে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে ইসরাইল। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে এই হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থায়ী দৈনিক ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের শেষ সময়ে এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের শুরুর সময়ে লেখা হয়েছে এসব প্রতিবেদন। খবর রয়টার্সের।
যদি ইসরাইলের হামলার পরিকল্পনা সফল হয়, সেক্ষেত্রে ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এ বিষয়ে আরও তথ্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু হাউসের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এ ইস্যুতে ইসরাইলের সরকার, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু এসব জায়গা থেকেও কোনো মন্তব্য আসেনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র ব্রায়ান হিউজ সম্ভাব্য হামলার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রধারী শক্তি হিসেবে দেখতে চান না। তিনি এটা কখনো অনুমোদন করবেন না। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও যুদ্ধ শুরুর বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পর উপত্যকাটির আশপাশে সেনা বাড়াতে শুরু করেছে দখলদার দেশটি। বৃহস্পতিবার থেকে গাজা সীমান্তে ট্যাঙ্কসহ ভারি সাঁজোয়া যান জড়ো করছে ইসরাইল।

×