ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২০

প্রকাশিত: ০৪:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২০

ছবি: সংগৃহীত

 

উত্তর সিরিয়ার মানবিজের উপকণ্ঠে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্সি জানিয়েছে।

সোমবারের এই বিস্ফোরণ ছিল দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা, যা গত বছরের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ঘটল।

এই হামলা ছিল ওই অঞ্চলে এক মাসের মধ্যে সপ্তম গাড়ি বোমা বিস্ফোরণ, যেখানে তুরস্ক-সমর্থিত বাহিনী ও কুর্দি-প্রধান একটি গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে।

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার কার্যালয় এই "সন্ত্রাসী" হামলার নিন্দা জানিয়েছে এবং ঘটনাটির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছে।

"এই অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না। দোষীদের জন্য কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে, যাতে এটি সিরিয়ার নিরাপত্তা বিপন্ন করার কথা ভাবা যে কারও জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকে," প্রেসিডেন্সি জানিয়েছে।

সোমবার হাসপাতালের কর্মীরা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, রাতে কৃষি শ্রমিকদের বহনকারী একটি গাড়ির কাছে বোমা বিস্ফোরিত হয়।

সিরিয়ার সিভিল ডিফেন্স, যা হোয়াইট হেলমেটস নামে পরিচিত, জানিয়েছে যে হামলায় অন্তত ১১ জন নারী ও তিনটি শিশু নিহত হয়েছে।

"এই প্রতিটি নিহতের পরিবার ও স্বপ্ন ছিল," উদ্ধারকারী সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে। "তাদের জীবিকা নির্বাহের প্রচেষ্টা মৃত্যু ও আঘাতে পরিণত হয়েছে। তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং এই অপরাধের দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।"

সাজিদ

×