ছবি: সংগৃহীত।
সোমবার (২৭ জানুয়ারি) ইসরায়েল প্রথমবারের মতো ফিলিস্তিনিদের উত্তর গাজার বিধ্বস্ত এলাকায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। ১৫ মাস ধরে হামাসের সঙ্গে চলা যুদ্ধে এই অঞ্চলটি সম্পূর্ণ বন্ধ ছিল। এই পদক্ষেপ একটি যুদ্ধবিরতির অংশ হিসেবে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এপি জানায়, দিনের প্রথমভাগেই হাজার হাজার ফিলিস্তিনি অপেক্ষা শেষে উত্তরের দিকে রওনা হন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদকরা সকাল ৭টায় চেকপয়েন্ট খোলার পরপরই নেটজারিম করিডোর দিয়ে লোকজনকে পার হতে দেখেছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন: https://www.youtube.com/live/V8gxYfaF0fI
তবে এই পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত দুই দিন বিলম্বিত হয়। কারণ, হামাস ও ইসরায়েলের মধ্যে মুক্তিপ্রাপ্ত বন্দিদের বিনিময়ের তালিকা নিয়ে বিরোধ দেখা দেয়।
এই যুদ্ধবিরতির লক্ষ্য হলো ইসরায়েল ও হামাসের মধ্যে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ও প্রাণঘাতী যুদ্ধ বন্ধ করা এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় বন্দি হওয়া বেশ কিছু মানুষকে মুক্তি দেওয়া।
উল্লেখ্য, যুদ্ধের শুরুতেই ইসরায়েল উত্তর গাজার সম্পূর্ণ জনবসতি খালি করার নির্দেশ দেয় এবং সেখান থেকে স্থলসেনা প্রবেশের পরপরই এলাকাটি সিল করে দেয়। অক্টোবর ২০২৩ সালে প্রায় এক মিলিয়ন মানুষ দক্ষিণে পালিয়ে যায় এবং এরপর থেকে উত্তর গাজায় তাদের ফিরে আসার অনুমতি দেওয়া হয়নি। তবে তখনও শত শত মানুষ উত্তরের ভেতরে রয়ে যান, যেখানে সবচেয়ে তীব্র যুদ্ধ এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে।
সূত্র: এপি।
সায়মা ইসলাম