ইরানের পতাকা।
কবরস্থানে নাচায় ইরানে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধমে ভাইরাল হলে এ নিয়ে ক্ষুব্ধ হন সেখানে শায়িত মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে ইরানি পুলিশ বলেছে, কয়েকদিন আগে দুই তরুণী তেহরানে শহীদদের কবরস্থানের পবিত্রতা লঙ্ঘন করেছেন। তারা সেখানে অনুপযুক্ত অঙ্গভঙ্গি প্রদর্শন ও অনুপযুক্ত পোশাকে যান এবং ভিডিও ধারণ করেন, যা শরিয়া আইন ও ইরানি সংস্কৃতির বিরুদ্ধে। যা সাধারণ মানুষকে, বিশেষ করে শহীদদের পরিবারকে ক্ষুব্ধ করেছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।
ইরানে নারীদের মাথার চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরিধান বাধ্যতামূলক। এছাড়া নারীদের প্রকাশ্যে নৃত্য করাও নিষিদ্ধ।
সূত্র: তাসনিম নিউজ।
এম হাসান