ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জেনিনে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০ জন,বহু হতাহত

প্রকাশিত: ১৭:৪০, ২২ জানুয়ারি ২০২৫

জেনিনে ইসরায়েলি হামলায়  নিহত অন্তত ১০ জন,বহু হতাহত

গাজায় যুদ্ধবিরতির মধ্যে জেনিন এবং বৃহত্তর পশ্চিম তীর আরও সহিংসতার হুমকির সম্মুখীন হচ্ছে।

 

অধিকৃত পশ্চিম তীরে জেনিনের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন প্যালেস্টিনীয় নিহত হয়েছে বলে জানিয়েছেন প্যালেস্টিনীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার সকালে জানিয়েছিল যে, সেনা, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি একটি "সন্ত্রাসবিরোধী অভিযান" শুরু করেছে, তবে এ বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ৩৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

প্যালেস্টিনীয় কর্তৃপক্ষের (PA) নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী "নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন নাগরিক এবং একটি নির্দিষ্ট সংখ্যক নিরাপত্তা কর্মী আহত হয়েছে, তাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় রয়েছে।"

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে, এই অভিযানটির লক্ষ্য ছিল "সন্ত্রাসবাদ নির্মূল করা।" ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে যে, চলমান অভিযানটির নামকরণ করা হয়েছে "আয়রন ওয়াল" (Iron Wall)।

জেনিন গভর্নর কামাল আবু আল-রুব এ অভিযানকে "সামরিক আক্রমণ" হিসেবে অভিহিত করেছেন, এএফপি সংবাদ সংস্থার তথ্যে বলা হয়েছে।

তিনি বলেন, "এটি দ্রুতই ঘটেছে। আকাশে ইজরাইলি অ্যাপাচি হেলিকপ্টার এবং সামরিক যান সর্বত্র টহল দিচ্ছে।"

সূত্র: আল জাজিরা
 

সাজিদ

×