ইসরায়েলি বাহিনী সাঁজোয়া যান নিয়ে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান পরিচালনা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে পশ্চিম তীরের জেনিনে কমপক্ষে চারজন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা।
গাজা উপত্যকায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকায় উল্লেখযোগ্য পরিমাণে মানবিক সহায়তা প্রবেশ করছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের কর্মীরা গতকাল গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৬৬টি মৃতদেহ উদ্ধার করেছে।
পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বসতির বাসিন্দারা হামলা ও আগ্রাসন চালিয়েছে, আর সামরিক অভিযানে ডজন ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ কমপক্ষে ৪৭,০৩৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১১১,০৯১ জনকে আহত করেছে। ওই দিন হামাস-নেতৃত্বাধীন আক্রমণে ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি মানুষকে বন্দী করে নিয়ে যাওয়া হয়।
সূত্র: আল জাজিরা
সাজিদ