ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

তিন দিনের ছুটি পাচ্ছে চাকরিজীবীরা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:৫৩, ২১ জানুয়ারি ২০২৫

তিন দিনের ছুটি পাচ্ছে চাকরিজীবীরা

চাকরিজীবী। ফাইল ছবি

শবে মেরাজ উপলক্ষে কুয়েতে তিন দিনের ছুটি পেতে যাচ্ছে চাকরিজীবীরা। দেশটিতে আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করেছে কুয়েতে সিভিল সার্ভিস কমিশন।

যদিও শবে মেরাজ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি ২৭ জানুয়ারি পড়ে। কিন্তু কুয়েতি মন্ত্রিসভা একটি দীর্ঘ সাপ্তাহিক ছুটি দিতে বৃহস্পতিবার দিনটিতে এটি পুনঃনির্ধারণ করেছে।

এই সময়ে সমস্ত সরকারি অফিস এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ২ ফেব্রুয়ারি রবিবার থেকে কার্যক্রম পুনরায় শুরু হবে। এছাড়া, জরুরি সেবা প্রদানকারীরা প্রয়োজন অনুসারে তাদের ছুটির সময়সূচী সমন্বয় করবে।

সূত্র: গালফ নিউজ।

এম হাসান

×