ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

এবার ভূগর্ভস্থ নৌ-ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন ইরানের

প্রকাশিত: ২১:২৫, ২০ জানুয়ারি ২০২৫

এবার ভূগর্ভস্থ নৌ-ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন ইরানের

ক’দিন আগেই মাটির নিচে নিজেদের একটি ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও প্রকাশ্যে এনেছিল ইরান। এবার মাটির নিচে থাকা আরেকটি সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করেছে দেশটি। ভূগর্ভস্থ একটি নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ্যে আনে তেহরান। সোমবার দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইরান এমন দুঃসাহস দেখাল। খবর ইরনার।
ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় বসলে ওয়াশিংটন-তেহরানের সম্পর্কে টানাপোড়েন বাড়বে। এমনকি ইরানি নেতৃত্বের মধ্যে এই ধারণা দৃঢ় হয়েছে যে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তুলবেন ট্রাম্প। এতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ফ্রি লাইসেন্স পাবেন নেতানিয়াহু। পাশাপাশি ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা কড়াকড়ি করতে পারে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কাও তৈরি হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হুসেইন সালামি গোপন ওই ঘাঁটি ঘুরে দেখছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, এমন আরও কয়েকটি ভূগর্ভস্থ ঘাঁটি রয়েছে তাদের। এসব ঘাঁটিতে জলযান রাখার ব্যবস্থা রয়েছে।

×