ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ইরান-রাশিয়া প্রতিরক্ষা চুক্তি সই

প্রকাশিত: ২১:২৩, ১৮ জানুয়ারি ২০২৫

ইরান-রাশিয়া প্রতিরক্ষা চুক্তি সই

রাশিয়া ও ইরান ২০ বছরের চুক্তি সইয়ের মাধ্যমে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করল। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার এ চুক্তিপত্রে সই করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কৌশলগত অংশীদারত্ব চুক্তির মাধ্যমে দেশ দুটির মধ্যে সামরিক সম্পর্ক আরও গভীর হলো। যা পশ্চিমা বিশ্বকে দুশ্চিন্তায় ফেলার সম্ভাবনা প্রবল। খবর ইরনার।
চুক্তির অধীনে রাশিয়া এবং ইরান তাদের নিরাপত্তা পরিষেবা, সামরিক মহড়া, যুদ্ধজাহাজের বন্দর পরিদর্শন এবং যৌথ অফিসার প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে। উভয় দেশই তাদের ভূখণ্ডকে এমন কোনো কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেবে না, যা একে অপরের জন্য হুমকিস্বরূপ। তারা উভয়ই তাদের জাতির ওপর আক্রমণকারীকে কোনো সহায়তা প্রদান করবে না। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো- তারা একে অন্যের ওপর সামরিক হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করবে। চুক্তির ফলে ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে।

×