ছবি: সংগৃহীত
সৌদি প্রবাসীরা এখন থেকে বিদেশে থেকেও তাদের ভিসার মেয়াদ বাড়াতে এবং নির্ভরশীল সদস্যদের (গৃহকর্মী) বসবাসের অনুমতি নবায়ন করতে পারবেন
সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাতের বরাত দিয়ে এ তথ্য জানানো হয় ।
সৌদি পাসপোর্ট অধিদপ্তর এর তথ্যমতে, সৌদি আরবের বাইরে থেকে প্রবাসীরা তাদের একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এ ছাড়া প্রবাসীদের জন্য নির্ভরশীল সদস্য ও গৃহকর্মীদের বসবাসের অনুমতি নবায়ন করতে পারবেন।
নির্ধারিত ফি পরিশোধের পর এই সেবাগুলো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘আবশার’ এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে করা যাবে।
মধ্যপ্রাচ্যের দেশটিতে বিপুল পরিমাণ প্রবাসী বাস করেন। দেশটি তাদের শ্রমবাজারকে আরও চাঙ্গা করার জন্য বেশ কিছু সংস্কার চালু করেছে। সৌদি কর্তৃপতক্ষ বলছে, শ্রমিকদের চুক্তিভিত্তিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
নতুন নিয়মে অনির্দিষ্ট মেয়াদের চাকরির চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা শ্রমিকের পক্ষ থেকে ৩০ দিন এবং নিয়োগকারীর পক্ষ থেকে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে।
তাবিব