ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হুতিরা

প্রকাশিত: ২০:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৪

ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হুতিরা

দখলদার ইসরাইলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুতি। গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই হামলা চালিয়েছে তারা। তবে ইসরাইলের দাবি, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরাইলে প্রবেশের আগেই আটকে দিয়েছে তারা। খবর আলজাজিরার।
মধ্য ইসরাইলকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটি। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, প্যালেস্টাইন ২ নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মঙ্গলবারের এই হামলাটি পরিচালিত হয়েছিল। ইসরাইলি মিডিয়া জানিয়েছে, ইয়েমেন থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরাইলের বৃহত্তম শহর তেলআবিবজুড়ে সাইরেন বেজে ওঠে। অবশ্য হুতিরা নিজেদেরকে ইয়েমেনের সরকারি সামরিক বাহিনী হিসাবে উপস্থাপন করে থাকে এবং হামলার বিষয়ে আরও বিশদ বিবরণ প্রদান না করেই অপারেশনটি সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে বলেও উল্লেখ করেছে। এর আগে চলতি বছরের মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছিল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুতি। সেসময় গোষ্ঠীটি জানিয়েছিল, ঘণ্টায় সর্বোচ্চ ৯ হাজার ৮০০ কিলোমিটার গতিতে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সলিড-জ্বালানিচালিত। প্রসঙ্গত, গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে পশ্চিমা বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেসময় থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরের বাব আল মান্দাব এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে গোষ্ঠীটি। প্রথম পর্যায়ে কেবল ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোতেই আক্রমণ চালানো হচ্ছিল। কিন্তু ডিসেম্বরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ বাহিনী হুতিদের লক্ষ্য করে বিমান অভিযান শুরুর পর থেকে ইসরাইলের পাশাপাশি এই দুই দেশের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা চালানো শুরু করে হুতিরা। অবশ্য গত সেপ্টেম্বরে ইসরাইলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতিরা। সেসময় ইসরাইলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ২ হাজার ৪০ কিলোমিটার পথ পাড়ি দেয় এবং ইয়েমেন থেকে দখলদার ইসরাইলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছিল মাত্র সাড়ে ১১ মিনিট।

মোহাম্মদ আলী

×