সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী বেসামরিক এলাকা দখল করে নিয়েছে ইসরাইল। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর সুযোগ বুঝে ইসরাইল এমন কাণ্ড ঘটিয়েছে। তবে ইসরাইলের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ। এ নিয়ে তারা কড়া ভাষায় কথাও বলেছে তারা। তবে ওই অঞ্চল নিয়ে এবার মুখোমুখি হয়েছে বিশ্বের ৬ দেশ। সিরিয়ার অঞ্চল দখল করে নেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও মিসর। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশকে পাশে পাচ্ছে ইসরাইল। তবে মার্কিন মিত্র ফ্রান্স বেঁকে বসেছে। এদিকে বিদ্রোহীদের হামলার মুখে দুই যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চার শতাধিক হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। এতে সিরিয়ার কৌশলগত সামরিক সম্পদের প্রায় ৮০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। খবর আলজাজিরার।
অনেক দিন ধরেই গোলান মালভূমির ওপর নজর ছিল ইসরাইলের। কিন্তু ইরানের অন্যতম মিত্র বাশার আল আসাদ ক্ষমতায় থাকায় এতদিন ইসরাইলের সেই স্বপ্নপূরণ হয়নি। কিন্তু আসাদের পলায়নের পর শিকারির মতো ছোঁ মেরে গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে তেলআবিব। দেশটি বলছে, নিজেদের নিরাপত্তার কারণেই ওই অঞ্চল দখল করেছে তারা। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথায় ইঙ্গিত মিলছে অন্য কিছুর। তিনি বলেছেন, এই অঞ্চল আজীবনের জন্য তাদের থাকবে। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে ওই অঞ্চল থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্যারিস। এ ঘটনায় নিন্দা জানানো অন্য মুসলিম দেশগুলোও একই ভাষায় কথা বলেছে। তবে তাতে কর্ণপাত করেনি ইসরাইল। উল্টো সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছিও বিমান হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া। চেপে বসা দুই যুগের স্বৈরশাসকের কাছ থেকে মাত্র কদিন হলো মুক্তি পেয়েছে সিরিয়ান জনগণ। এবার মড়ার উপর খাঁড়া ঘা, জানা গেল যুদ্ধবিধ্বস্ত দেশটির ১ হাজার ৩৪৪ কোটি টাকা আটকে রেখেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। সুইস সরকার জানিয়েছে, সিরিয়ার ৯৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ৩৪৪ কোটি টাকা সমমূল্যের সম্পদ জব্দ করে রেখেছে তারা।
মোহাম্মদ আলী