ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েল কতটা লাভবান!

প্রকাশিত: ১১:৫০, ১২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:৫১, ১২ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েল কতটা লাভবান!

ছবি সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের পতনের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলে নিজেদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। ইতোমধ্যে গোলান বাফার জোন 'সাময়িকভাবে' নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং সিরিয়ার বিভিন্ন এলাকায় বিমান হামলাও চালিয়েছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল দামেস্কের ২৫ কিলোমিটার কাছাকাছি পৌঁছে গেছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি অস্বীকার করেছে।

বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে 'মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন' বলে মন্তব্য করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, সিরিয়ার নতুন শাসকরা যদি ইসরায়েলের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, তবে তার দেশ শান্তির হাত বাড়িয়ে দেবে। অন্যথায়, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল যা করতে হবে, তা করবে।

আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে কী পরিবর্তন আনবে, তা নিয়ে বিশ্লেষণ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উভয়েই আসাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এটি ছিল মূলত ঘটনাচক্রের ফল। তবে, তারা ইরানের সামরিক শক্তি ও সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতে সফল হয়েছেন। যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য।

বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েনের মতে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন ও কৌশলগত পদক্ষেপের কারণে, আসাদকে রক্ষা করা তার মিত্রদের জন্য অসম্ভব হয়ে পড়েছিল। তবে, তাদের এই সাফল্য এতটা পরিকল্পিত ছিল না। যতটা তা ঘটনাচক্রের ফল।

এদিকে, গোলান মালভূমি যা দামেস্ক থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার সঙ্গে ছয় দিনের যুদ্ধে গোলান দখল করে এবং ১৯৮১ সালে একতরফাভাবে এটি নিজেদের সাথে যুক্ত করে নেয়। আন্তর্জাতিক সম্প্রদায় এটি স্বীকৃতি না দিলেও, ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর স্বীকৃতি দেন।

সিরিয়ার শাসক আসাদের পতনের পর, ইসরায়েল গোলানের বাফার জোনে নিজেদের সৈন্যদের প্রবেশের ছবি প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, গোলানে ইসরায়েলের দখল বৃদ্ধি দেশটির কৌশলগত লাভের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিশেষত, গোলানে আরও অধিক নিয়ন্ত্রণ ইসরায়েলকে দক্ষিণ সিরিয়ার ওপর সামরিক পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষা সুবিধা প্রদান করবে। 

এছাড়াও, ইসরায়েলের গোলান দখলের স্বীকৃতি প্রদানের পর, মধ্যপ্রাচ্যে চলমান রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কগুলি পরিবর্তিত হতে পারে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনের পর। তথ্যসূত্র: বিবিসি

আশিকুর রহমান

×