ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সিরিয়ায় প্রেসিডেন্টের পতন: স্বাধীনতার স্লোগানে ‘নতুন যুগের’ ঘোষণা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:১৪, ৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:১৪, ৮ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় প্রেসিডেন্টের পতন: স্বাধীনতার স্লোগানে ‘নতুন যুগের’ ঘোষণা

সরকারী বাহিনীর ট্যাংকে আগুন ধরিয়ে দেয় বিদ্রোহীরা।

আন্দোলনের মুখে সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ফলে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হলো। 

রবিবার (৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি প্লেনে চড়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট আসাদ।

সিরিয়ায় প্রেসিডেন্টের পতনকে ঘিরে উমাইয়াদ স্কয়ারে একটি পরিত্যক্ত সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে মানুষ উল্লাস করছে এবং উদযাপনের গান গাইছে। দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে হাজার হাজার মানুষ গাড়ি এবং পায়ে হেঁটে জড়ো হয়েছেন। তারা ‘স্বাধীনতা’র স্লোগান দিচ্ছেন।

সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিভিন্ন দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আজ আমরা সেই অন্ধকার যুগের সমাপ্তি ঘটিয়েছি। আমরা সিরিয়ার জন্য নতুন যুগের সূচনা ঘোষণা করছি।

এর আগে, দমেস্কে প্রবেশের কথা জানায় সশস্ত্র বিদ্রোহীরা। তবে সেসময় রাজধানীতে সেনা মোতায়েনের কোনো চিহ্ন দেখা যায়নি।

সূত্র: আল-জাজিরা।

এম হাসান

×