টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়,সংযুক্ত আরব-আমিরাতের রাজধানী আবুধাবিতে জভি কোহান নামের এক ইহুদি যাজক নিখোঁজ হওয়া ঘটনা নিয়ে গোয়েন্দা সংস্থা মোসাদ তদন্ত করছে বলে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) নিশ্চিত করেছে।কিন্তু এখনো কোন কুল কিনারা করতে পারেনি মোসাদ।
কিন্তু আজ রোববার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিখোঁজ হওয়া ইসরায়েলি ধর্মীয় নেতার (রাব্বি) লাশ পাওয়া গেছে। আজ রোববার এই তথ্য জানিয়েছে ইসরায়েল।
জভি কোগান (২৮) নামের ওই যাজককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে বলেও জানায় ইসরায়েল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এ ঘটনায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ তদন্ত পরিচালিত হচ্ছে। ইসরায়েলি-মলদোভান নাগরিক জভি কোগান অর্থোডক্স ইহুদি সংগঠন চাবাদের প্রতিনিধি ছিলেন বলে জানা যায়।
গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সংযুক্ত আরব আমিরাত নিখোঁজ হওয়ার পর থেকেই তদন্ত চালাচ্ছিল।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে আজ বলা হয়েছে, ‘জভি কোগানের হত্যাকাণ্ড একটি সন্ত্রাসী ও ইহুদি-বিদ্বেষী অপরাধ। ইসরায়েল রাষ্ট্র এর জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নেবে।’
ফুয়াদ