ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ।
গ্যালান্তের বিরুদ্ধে গাজা যুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। যুদ্ধে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। এ কারণে সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর আস্থা হারিয়েছে।
নিজের কার্যালয় থেকে প্রকাশিত সংক্ষিপ্ত এক চিঠিতে, নেতানিয়াহু গ্যালান্তকে বলেছেন, এই চিঠি পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আপনার মেয়াদ শেষ হবে।
নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, যুদ্ধের (গাজায়) প্রথম মাসগুলোতে বিশ্বাস ছিল এবং খুব ফলপ্রসূ কাজও হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, শেষ মাসগুলোতে আমার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার এই বিশ্বাসে ফাটল ধরে।
ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগেও তিনি মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ইসরায়েল কাৎজ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর হিসেবে গিদিয়ন সার দায়িত্ব পালন করবেন।
টুম্পা