আমিরাত
আমিরাতে প্রবাসীদের সাধারণ ক্ষমার সময় দুই মাস বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর শেষ হবে।
বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটি।
সংযুক্ত আরব আমিরাতে ভিসা ছাড়া বসবাসরত প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন আরও দুই মাস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউএই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি (আইসিপি) এ তথ্য জানিয়েছে।
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (৩১ অক্টোবর) বৃহস্পতিবার ঘোষণা করেছে যে ইউএই ভিসা অ্যামনেস্টি প্রোগ্রামের মেয়াদ দুই মাসের জন্য বাড়ানো হয়েছে।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই স্কিমটি ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। হাজার হাজার বাসিন্দা তাদের ভিসার স্থিতি নিয়মিত করার জন্য এই সুযোগের সদ্ব্যবহার করেছে, সরকারি কর্তৃপক্ষ ওভারস্টেয়ারদের জন্য মিলিয়ন মিলিয়ন জরিমানা মওকুফ করেছে।
আইসিপি মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাঈদ আল খাইলি বলেছেন, “সাধারণ ক্ষমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি ইউএই এর ৫৩ তম ইউনিয়ন দিবস উদযাপনের সঙ্গে এবং দেশের মানবিক ও সভ্য মূল্যবোধের মূর্ত প্রতীক হিসেবে আসে।”
আল খাইলি ৩১ অক্টোবর মূল ক্ষমার সময়সীমার আগে শেষ দিনগুলিতে আবেদনকারীদের সংখ্যা বৃদ্ধির কথাও উল্লেখ করেছেন।
তিনি এটাও পুনর্ব্যক্ত করেছেন যে যারা বর্ধিতকরণের পরে বসবাসের নিয়ম লঙ্ঘন করে চলেছেন তাদের জন্য জরিমানা পুনর্বহাল করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, আইসিপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিদর্শন প্রচারণা জোরদার করবে।
ভিসা ছাড়া বসবাসরত প্রবাসীদের ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার। সাধারণ ক্ষমার পূর্ব নির্ধারিত তারিখ আজ শেষ হওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে দুই মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্ষমার সময় নির্ধারণ করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজ ও খালিজ টাইমস।
সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা আগে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন।
টুম্পা