
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ নিজ বাসভবন কাসা সান্তা মার্টা থেকে বের করা হয়। শ্রদ্ধা জানাতে এদিন সকাল থেকেই সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ভিড় করছেন রোমান ক্যাথলিক খ্রিস্টধর্মে বিশ্বাসী হাজারো মানুষ। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সুযোগ অব্যাহত থাকবে। খবর বিবিসির।
গত সোমবার সকালে ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। আগামী শনিবার তাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্ব নেতারা। যোগ দিতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
প্যানেল