ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জেলেনস্কির অভিযোগ চীন রাশিয়ায় অস্ত্র ও গান পাউডার সরবরাহ করছে

প্রকাশিত: ২১:০০, ১৮ এপ্রিল ২০২৫

জেলেনস্কির অভিযোগ চীন রাশিয়ায় অস্ত্র ও গান পাউডার সরবরাহ করছে

রাশিয়ার কাছে অস্ত্র ও গানপাউডার সরবরাহ করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রথম প্রকাশ্যে বেজিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, তার সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়ান ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে এবং তিনি আগামী সপ্তাহে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউক্রেনযুদ্ধের ফলে দেশ দুটির মধ্যে নানা ইস্যুতে এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। যদিও চীন নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে ও যুদ্ধে জড়িত থাকার কথা অস্বীকার করছে। জেলেনস্কি বলেন, অবশেষে আমাদের কাছে তথ্য এসেছে যে, চীন রাশিয়ান ফেডারেশনে অস্ত্র সরবরাহ করছে।

প্যানেল

×