ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে রাজি ইউক্রেন ॥ ট্রাম্পের দূত

প্রকাশিত: ২১:১২, ২২ মার্চ ২০২৫

প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে রাজি ইউক্রেন ॥ ট্রাম্পের দূত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনের নেতৃত্ব দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। শনিবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের নেতৃত্ব প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ব্যাপারে সম্মতি জানিয়েছে। খবর এএফপির। ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে কার্লসন রাশিয়ার প্রচারিত এক বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, মস্কো মনে করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচিত নন এবং সে কারণে তিনি কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন না। কার্লসন উইটকফকে প্রশ্ন করেন, আপনার কি মনে হয়, ইউক্রেনে নির্বাচন হবে। উইটকফ বলেন, হ্যাঁ নির্বাচন হবে। তারা এতে সম্মত হয়েছে। ইউক্রেনে নির্বাচন হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ক্রেমলিন ইউক্রেনকে দুর্বল করার কৌশল হিসেবে জেলেনস্কিকে অবৈধ প্রমাণের চেষ্টা করছে।

×