ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা

প্রকাশিত: ২০:৩০, ১৯ মার্চ ২০২৫

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা

ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধ করবে, পুতিনের এই কথা বলার কয়েক ঘণ্টা পরই রাশিয়া এবং ইউক্রেন একে অপরের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
এর আগে মঙ্গলবার ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ফোনে কথা বলেন ট্রাম্প এবং পুতিন। ওই ফোনালাপে ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা করবে না বলে জানান পুতিন। কিন্তু ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির ট্রাম্পের প্রস্তাব মেনে নেননি পুতিন। এ বিষয়ে পরে আলোচনায় বসার কথা রয়েছে তাদের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া বেসামরিক অবকাঠামো যেমন ইউক্রেনের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রাশিয়ার নেতা কার্যত একটি ব্যাপক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন বলেও অভিযোগ করেন জেলেনস্কি। ফোনালাপে পুতিন ট্রাম্পকে বলেছিলেন যে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কেবল তখনই কার্যকর হবে যদি ইউক্রেনের মিত্ররা সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয়। তবে এই শর্তটি ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা আগে প্রত্যাখ্যান করেছে। এদিকে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় তাদের একটি তেল ডিপোতে আগুন লেগেছে। মঙ্গলবার জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধে পুতিনের সম্মতির কয়েক ঘণ্টার মধ্যেই জেলেনস্কি জানান, ইউক্রেনের হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া।

×