
ছবি: সংগৃহীত
ইউক্রেনে যুদ্ধবিরতি প্রশ্নে শর্ত জুড়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১২ মার্চ) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র ৩০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিলে ইউক্রেন তাতে সম্মতি জানায়। তবে রাশিয়া সরাসরি রাজি না হয়ে কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) পুতিন জানান, যুদ্ধবিরতির জন্য প্রথমে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। তবে তিনি নির্দিষ্ট কোনো শর্তের কথা প্রকাশ্যে জানাননি।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের প্রতিক্রিয়াকে “ধূর্ততা” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, "রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমন করেন। তিনি সরাসরি ‘না’ বলেন না, বরং এমন কিছু শর্ত দেন যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকে কঠিন করে তোলে।"
জেলেনস্কি আরও বলেন, "শান্তি চুক্তি কার্যকর করতে হলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পুতিন যুদ্ধ থামাতে চান না, তিনি বরং সময়ক্ষেপণ করে সুবিধা নিতে চান।"
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি প্রসঙ্গে বলেন, "বল এখন রাশিয়ার কোর্টে।" তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি বলছে যে পুতিন হয়তো বল খেলতে আগ্রহী নন।
রাশিয়ার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় ইউক্রেনে শান্তি চুক্তির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়ে গেছে।
আবীর