
ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর জন্য নতুন সড়ক নির্মাণ করতে গিয়ে আমাজন বনের বিশাল অংশ কেটে ফেলা হয়েছে। সরকারের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যবিরোধী বলে তুমুল সমালোচনার মুখে পড়েছে। আমাজন বনের বিশাল অংশ কার্বন শোষণ ও অনন্য জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এই সড়ক তাদের জীবিকা নষ্ট করছে। আর সংরক্ষণবাদীরা বলছেন, এটি বন্যপ্রাণীদের জন্য হুমকিস্বরূপ হবে। খবর রয়টার্র্র্সের।
উত্তর ব্রাজিলের আমাজন শহর বেলেমে কপ৩০ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আট মাইল দীর্ঘ, চার লেনবিশিষ্ট এই মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। সম্মেলনে প্রায় ৫০ হাজার প্রতিনিধি আসবেন বলে আশা করা হচ্ছে। শহরের যানজট কমানোর লক্ষ্যে এই সড়ক তৈরি হলেও এর ফলে কয়েক হাজার একর বন উজাড় হয়ে গেছে। এমনকি এই সড়কের একটি অংশ সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে যাবে, যেখানে প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদ ও ছত্রাক রয়েছে।