
ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে, সৌদি আরবের সঙ্গে শান্তি আলোচনা শেষে ইউক্রেন রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই যুদ্ধবিরতি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বোমা হামলার ওপর প্রযোজ্য হবে এবং রাশিয়া যদি রাজি হয়, তবে তা কার্যকর হবে।
চুক্তির মধ্যে রয়েছে মার্কিন সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য শেয়ারিং পুনরায় শুরু করা, যা কিছুদিন আগে বিরোধের কারণে স্থগিত রাখা হয়েছিল। ইউক্রেন আরও “আকাশে নীরবতা” এবং যুদ্ধবন্দী, বিশেষত রাশিয়ায় জোরপূর্বক পাঠানো ইউক্রেনীয় শিশুদের মুক্তির প্রস্তাব দিয়েছে।
রাশিয়া এখনও চুক্তির শর্তাবলী নিয়ে প্রতিক্রিয়া জানায়নি, তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পরই মন্তব্য করবে। ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে, যা ইউক্রেনের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, তবে শান্তির পথে রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সবাই।
তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/2025/3/12/ukraine-accepts-30-day-ceasefire-in-us-talks-what-it-means-for-russia-war
আবীর