
ছবি: সংগৃহীত
পোল্যান্ডের সব প্রাপ্তবয়স্ক পুরুষকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে দেশটির সরকার। পার্লামেন্টে দেয়া ভাষণে নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।
তিনি জানিয়েছেন যে এমন একটি পদ্ধতির কথা ভাবছেন যেখানে দেশটির প্রাপ্তবয়স্ক পুরুষদের যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে, এর পাশাপাশি প্রশিক্ষণ দেয়া হবে নারী স্বেচ্ছাসেবীদেরও।
প্রধানমন্ত্রী জানিয়েছেন চলতি বছরের শেষ নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অনুকরণ করা হবে সুইজারল্যান্ডের মডেলকে, এমনটিও জানান তিনি। আর সুইজারল্যান্ডের প্রতিটি পুরুষের জন্য সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক, কেউ সেটি করতে ব্যর্থ হলে বিকল্প কোন বেসামরিক চাকরি করতে হবে তাকে।
আবীর