ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ট্রাম্প ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র ভিসা বাতিলের বিষয়ে ভাবছেন

প্রকাশিত: ১৯:৪০, ৭ মার্চ ২০২৫

ট্রাম্প ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র ভিসা বাতিলের বিষয়ে ভাবছেন

ছ‌বি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে আসা হাজারো ইউক্রেনীয়র ভিসা বাতিলের বিষয়টি তিনি বিবেচনা করছেন, তবে কাউকে ক্ষতি করতে চান না।

বর্তমানে "টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস" এবং "ইউনাইটিং ফর ইউক্রেন" কর্মসূচির আওতায় ২ লাখের বেশি ইউক্রেনীয় যুক্তরাষ্ট্রে রয়েছেন। বাইডেন প্রশাসন টিপিএস ২০২৬ পর্যন্ত বাড়ালেও ট্রাম্প দফতর গ্রহণের এক সপ্তাহ পর ইউনাইটিং ফর ইউক্রেন বন্ধ করেন।

টিপিএস অনুমোদিত ব্যক্তিদের যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতার কারণে নিজ দেশে ফেরত পাঠানো হয় না, তবে ট্রাম্প প্রথম মেয়াদেই কর্মসূচিটি বাতিল করে ৪ লাখ অভিবাসীকে বহিষ্কার করেছিলেন।

যদি ইউক্রেনীয় টিপিএস বাতিল হয়, তবে তারা রাশিয়ার আগ্রাসনের মুখে পড়তে পারেন। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
 

তথ্যসূত্র: https://nypost.com/2025/03/06/us-news/trump-to-revoke-legal-status-for-240000-ukrainians-as-us-steps-up-deportations/

আবীর

×