ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ট্রাম্প কি ইউক্রেন - রাশিয়া যুদ্ধ থামাবে? জটিল পরিস্থিতির শঙ্কা!

প্রকাশিত: ১২:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্প কি ইউক্রেন - রাশিয়া যুদ্ধ থামাবে? জটিল পরিস্থিতির শঙ্কা!

ছ‌বি: সংগৃহীত

ডোনাল ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই উইক্রেন যুদ্ধ থামানোর নানান আন্তর শুরু হয়েছে কিন্তু তাদের কাজের কাজ কতটুকু হচ্ছে তা সন্দিহান বিশ্লেষকরা। তাদের ভাস্য তড়িঘড়ি করে সম্ভব নয় কোন সমাধানে যাওয়া। দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিতে প্রয়োজন সময় নিয়ে আলোচনার।

ওভাল অফিসে প্রবেশের ২৪ ঘন্টার মধ্যেই বন্ধ করবেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। তবে প্রসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পেরিয়ে গেছে এক মাস। এখনো রাশিয়া ইউক্রেন ইস্যুতে দিতে পারেননি কোন সমাধান। বরং আরো ঘোলাটে হয়েছে উঠেছে পরিস্থিতি।

ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় মস্কো ওয়াশিংটন বসলেও নেই কিয়েভ। ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়াকেই প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প। এ নিয়ে বিপাকে ইউরোপের নেতারাও। এমন পরিস্থিতে মার্কিন প্রশাসনের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আদৌ কোন স্পষ্ট পরিকল্পনা আছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

রাজনৈতিক বিশ্লেষক ইয়েভহেন জানান, বর্তামান পরিস্থিতি পর্যবেক্ষণ করে যা বোঝা যাচ্ছে মার্কিন প্রশাসনের কাছে কোন গোপন কৌশল নেই। ডোনাল ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিন্তু করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন এত সহজ নয় ব্যাপারটা।

ইয়েভহেন আরও জানান, এই সংকটে তাৎক্ষনিক কোন সমাধান নেই। ইউক্রেনকে ইউরোপ এমনকি পুরো বিশ্ব থেকেই এক প্রকার বিচ্ছিন করা গেলেই কেবল এই সংকটের দ্রুত সমাধান সম্ভব। কিন্তু ইউত্রেন কি তা মেনে নিবে।

ইউক্রেনকে ইউরোপ পরিসীমার বাইরে রাখতে নানা প্রলোভন দেখানো হচ্ছে এমটাও মনে করছেন অনেক বিশ্লেষক। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা পুরো ইউরোপের জন্যই বিপর্যয় সৃষ্টি করবে বলে মত তাদের।

সোর্স: ভিডিও

শরিফ

×