ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

তুষারপাতে বিপর্যস্ত জাপান ও তুরস্ক

প্রকাশিত: ২০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫

তুষারপাতে বিপর্যস্ত জাপান ও তুরস্ক

জাপানের ইশিকাওয়া এলাকায় তুষারে ঢাকা পড়েছে বাড়ির ছাদ

তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দুই দেশ জাপান ও তুরস্ক। শনিবার মধ্য জাপানের ইশিকাওয়া জেলায় ভারি তুষারপাতের সতর্কতা জারি করেছেন জাপানের আবহাওয়া কর্মকর্তারা। আবহাওয়া এজেন্সি জানিয়েছে, একটি শীতকালীন চাপের ধরন এবং একটি শক্তিশালী শীতল বায়ুবলয়ের প্রভাবে জাপান সাগর উপকূলবর্তী অঞ্চলেই মূলত এই তুষারপাত হচ্ছে। এদিকে তুরস্কে টানা তিনদিন ধরে চলছে তীব্র তুষারঝড়। সাদা বরফে ঢেকে গেছে ইস্তানবুল ও সুলতানগাজিসহ বেশ কয়েকটি শহর। এতে রাস্তাঘাট যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর বিবিসি ও জাপান টাইমসের।
জাপানে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৬ ঘণ্টায় হোদাৎসুশিমিযু শহরের শিওতে ২৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। জেলাটির দক্ষিণ নোতো অঞ্চলের সমতল ভূমিতে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছেন কর্মকর্তারা। একই সময়ে অন্যান্য জেলার মধ্যে আকিতা জেলার নোশিরো শহরে ১৬ সেন্টিমিটার এবং তত্তোরি জেলার দাইসেনে ১২ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আওমোরি জেলার হাক্কোদা পর্বতমালার সুকায়ুতে ৪.৯৪ মিটার এবং নিইগাতা জেলার ৎসুনান শহরে ৩.৬৮ মিটার পুরু তুষার জমেছে। অনেক এলাকায় জমে ওঠা তুষারের পরিমাণ মৌসুমি গড়কে ছাড়িয়ে গেছে। অন্যদিকে তুরস্কে এখন শীতকাল। তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলির প্রতিবেদন মতে, গত ১৯ ফেব্রুয়ারি দেশটিতে তুষারঝড় শুরু হয়। যা এখনো অব্যাহত রয়েছে। এতে তুরস্ক কার্যত তুষারের ঘন চাদরে চাপা পড়েছে। ফলে বেশ কয়েকটি শহরের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। তুষারে সাদা হয়ে গেছে ইস্তানবুলের পুরো অঞ্চল। গাছপালা থেকে শুরু করে বাড়িঘর, রাস্তাঘাট সবই যেন গ্রাস করেছে শুভ্র বরফ। ব্যাহত হচ্ছে যান চলাচল। শহরটিতে আবহাওয়ার এমন নাজেহাল পরিস্থিতির জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। জারি করা হয়েছে সতর্কতা। তুষারপাতের কারণে বিলম্বিত করা হয়েছে ইস্তানবুল বিমানবন্দরের বেশকিছু ফ্লাইট। দেওয়া হয়েছে ভ্রমণ সীমিত করার পরামর্শ। ইস্তানবুলের পাশাপাশি সুলতানগাজি, কুচুকচেকমাজে ও বাসাকশেহির এলাকায় তুষারপাতের ব্যাপক প্রকোপ দেখা গেছে। এ ছাড়া বাগজিলার, এসেনলার, কাঘিতানে, বেইওলু এবং বেসিকতাসসহ বেশকিছু অঞ্চল ঢেকে গেছে সাদা তুষারে। এমন অবস্থায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

×