
তাসমানিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আর্থার রিভারের কাছে সমুদ্র সৈকতে আটকে পড়েছে অনেক তিমি
উত্তাল সমুদ্র, ঝড়োহাওয়া ও বৈরী পরিবেশের কারণে তাসমানিয়া উপকূলের এক দুর্গম সাগরতীরে আটকে পড়া ৯০ তিমিকে মেরে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন অস্ট্রেলিয়ার ওয়াইল্ডলাইফ কর্মকর্তারা। কারণ তিমিগুলোকে উদ্ধার করে আবার পানিতে ছেড়ে দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। ফলে তারা এ কঠিন ও নির্মম সিদ্ধান্ত নেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের।
তাসমানিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিভাগের তথ্য অনুযায়ী, এ দ্বীপের পশ্চিম তীরের আর্থার নদীর কাছে গত মঙ্গলবার পর্যন্ত ১৫০টিরও বেশি তিমিকে আটকে থাকতে দেখা যায়। পরদিন সকালে ৯০ তিমিকে জীবিত খুঁজে পাওয়া যায়। দুটি তিমি উদ্ধারকারীরা কোনোমতে সাগরে ফেরত পাঠালেও হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠে। প্রবল বাতাসে সেগুলো উপকূলে ফিরে এসে আবারও আটকা পড়ে।
তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের কর্মকর্তা শেলি গ্রাহাম বলেন, ব্যাপারটা খুবই ঝামেলার। তিমিগুলো সাগরে ফিরতে পারছে না। বারবার সাগর তীরে ফিরে আসতে বাধ্য হচ্ছে। আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায়, তিমিগুলো সাগরতীরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কয়েকটি তিমির অর্ধেক শরীর বালুতে ঢাকা পড়েছে।