ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সুইডেনে নাগরিকত্ব পাওয়া আরো কঠিন হতে যাচ্ছে

প্রকাশিত: ১০:১৭, ১২ জানুয়ারি ২০২৫

সুইডেনে নাগরিকত্ব পাওয়া আরো কঠিন হতে যাচ্ছে

সুইডেন সরকার নাগরিকত্ব প্রাপ্তির জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, যা দেশটির নাগরিকত্ব অর্জন প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলবে। নতুন বিধি অনুযায়ী, ভবিষ্যতে সুইডেনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনকারীদের আরো বেশি সময় ধরে সুইডেনে বসবাস করতে হবে এবং তাদের দেশটির ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন।

সুইডেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মরগান যাকোবসন বলেছেন, "আমরা চাই নাগরিকরা সুইডেনের মূল মূল্যবোধ ও সমাজ ব্যবস্থার সাথে সমন্বিত হোক। এটি দেশের সামাজিক একাত্মতা নিশ্চিত করবে এবং দেশের জন্য অবদান রাখবে এমন নাগরিক তৈরি করবে।"

নতুন নিয়মে, সুইডেনে বসবাসের জন্য আবেদনকারীকে কমপক্ষে ৫ বছর সুইডেনে স্থায়ীভাবে বসবাস করতে হবে, যা পূর্বে ছিল ৪ বছর। এছাড়া, সুইডেনের ভাষা শেখা এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে বোঝাপড়া তৈরি করার জন্য আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে তারা সুইডিশ ভাষায় কথোপকথন করতে সক্ষম।

নতুন নিয়মে, আদালত ও সরকারের অনুমতি ছাড়া এখন থেকে কেউ সহজে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। এর পাশাপাশি, সুইডেনের জন্য দেশের অর্থনৈতিক সেক্টরে অবদান রাখা এবং সুইডেনের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করার বাধ্যবাধকতা বৃদ্ধি করা হয়েছে।

এই নতুন বিধি সুইডেনে বসবাসকারী অভিবাসীদের জন্য কিছুটা কঠিন হলেও, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জরুরি। তবে, এই নিয়মের বিরুদ্ধে কিছু মানবাধিকার সংগঠন এবং অভিবাসী সংগঠন প্রতিবাদ জানিয়েছে, তারা মনে করছেন এটি অভিবাসীদের জন্য বৈষম্যমূলক হতে পারে।

আফরোজা

×