ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গ্রেপ্তারের ভয়ে সফর বাতিল করলেন নেতানিয়াহু!

প্রকাশিত: ১৬:৪৫, ২৩ ডিসেম্বর ২০২৪

গ্রেপ্তারের ভয়ে সফর বাতিল করলেন নেতানিয়াহু!

নেতানিয়াহু

‘এখানে এলে গ্রেপ্তার হতে পারেন’- এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি দেশটির সংবাদমাধ্যম রিজেকপসপলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়াদিস্লো বারতোশেজকি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে, যদি নেতানিয়াহু পোল্যান্ড সফর করেন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার। কারণ, পোল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশনা মেনে চলতে চুক্তিবদ্ধ। এই বার্তার পরই নেতানিয়াহু পোল্যান্ড যাবেন না বলে জানিয়েছে তেল আবিব। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি ও ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে গত নভেম্বরে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)।

আর কে

×