রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীর সংকট
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীর সংকট নতুন মাত্রা পেয়েছে। সেনাদের পালিয়ে যাওয়া ক্রমশই যুদ্ধ পরিকল্পনায় বিঘœ ঘটাচ্ছে। যা ভবিষ্যৎ যুদ্ধবিরতির আলোচনায় কিয়েভকে দুর্বল অবস্থানে নিয়ে যেতে পারে। যুদ্ধের তৃতীয় বছরে প্রবেশ করা এই সংঘাতে ইউক্রেনীয় সেনাদের শারীরিক ও মানসিক অবস্থা আশঙ্কাজনক। হাজার হাজার সেনা যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়ে অজানার পথে পাড়ি জমাচ্ছেন। খবর আরটির।
সেনাবাহিনী, আইনজীবী ও সরকারি কর্মকর্তাদের তথ্যানুযায়ী, কোথাও কোথাও সম্পূর্ণ ইউনিট একসঙ্গে অবস্থান ত্যাগ করছে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক তৈরি হচ্ছে এবং রুশ বাহিনীর অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে। কিয়েভভিত্তিক সামরিক বিশ্লেষক ওলেক্সান্দার কোভালেঙ্কো বলেন, এই সমস্যা গুরুতর। যুদ্ধের তৃতীয় বছরে এটি আরও প্রকট হবে। সেনারা চিকিৎসা ছুটি নিয়ে আর ফিরে আসছে না। যুদ্ধের ট্রমা ও জয়ের অনিশ্চয়তায় অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত। কেউ কেউ সরাসরি কমান্ডারদের আদেশ অমান্য করছেন, এমনকি লড়াই চলাকালেও।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জেলেনস্কিকে একটি প্রস্তাব দিয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ওয়াশিংটনের এই প্রস্তাবে তিনি সম্মত কি না।