পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় হড়কা বানে এই বিপর্যয় নেমে আসে।
স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়িয়েছে। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় হড়কা বানে এই বিপর্যয় নেমে আসে।
শুক্রবার (১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বন্যায় ভ্যালেন্সিয়া প্রদেশেই ৯২ জন মারা গিয়েছেন। স্পেনের সরকার জানিয়েছে, বন্যায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ। তাই মৃত মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
দেশটির টেরিটোরিয়াল পলিসি অ্যান্ড ডেমোক্রেটিক মেমোরি বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর টোরেস জানান, বন্যায় পূর্ব উপকূল এবং মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যবর্তী প্রধান মহাসড়কসহ ৬০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে।
আকস্মিক বন্যায় মালাগার কাছে প্রায় ৩০০ যাত্রী নিয়ে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও ভ্যালেন্সিয়া শহর এবং মাদ্রিদের মধ্যে উচ্চ গতির ট্রেন পরিষেবা বাধাগ্রস্ত হয়।
টুম্পা