স্পেনে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি এলাকা
স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় ৫১ জনে মৃত্যু হয়েছে। মঙ্গলবার থেকে প্রবল এবং টানা বর্ষণের জেরে বুধবার প্রদেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার। স্পেনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকার বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে।
সেসব ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। পানির স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচতে গাছেও উঠেছেন অনেকে। খবর রয়টার্সের।
ভ্যালেন্সিয়ার গভর্নর বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বন্যার কারণে প্রদেশের প্রত্যন্ত এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সে এলাকাগুলোতে বসবাসরত লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এতটাই খারাপ যে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরাও সেসব এলাকায় যাওয়া উপায় করতে পারছে না।