কিম জং উন
ইউক্রেনকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত হতে চলেছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে রবিবার এমন দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, ইউক্রেন সংকটকে উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের সিদ্ধান্তের কারণে পুরো ইউরোপ পারমাণবিক যুদ্ধের সন্নিকটে পৌঁছে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরে নতুন সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেছেন, ‘রাশিয়ার হুঁশিয়ারিকে উপেক্ষা বা অবহেলা করা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের জন্য ভুল সিদ্ধান্ত হবে।’ তিনি আরও বলেছেন, ‘পারমাণবিক পরাশক্তি রাশিয়ার সঙ্গে বেপরোয়াভাবে সংঘাতে জড়ানো আগুন নিয়ে খেলার শামিল। আমেরিকা ও পশ্চিমারা কি এর পরিণতি সামলাতে পারবে বলে বিশ্বাস করে?’ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন কিছুদিন আগে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন।