ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

নাভালনির স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ১০ জুলাই ২০২৪

নাভালনির স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

ইউলিয়া নাভালনায়া

রাশিয়ার প্রয়াত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। চরমপন্থার অভিযোগে বুধবার তার বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইউলিয়া নাভালনায়া এখন রাশিয়ার বাইরে বসবাস করছেন। তার বিরুদ্ধে একটি চরমপন্থি সংগঠনের যোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। খবর আরটির।
রুশ আদালত জানিয়েছে, তদন্তকারীদের আবেদন আমলে নিয়ে ইউলিয়াকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউলিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাবন্দি অবস্থায় মারা যান রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি। তিনি ২০২১ সাল থেকে কারাবন্দি ছিলেন। ২০২৩ সালের আগস্টে নাভালনিকে উস্কানি, অর্থায়ন ও একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার অভিযোগে নতুন করে ১৯ বছরের জেল দেওয়া হয়।
মৃত্যুর কিছুদিন আগে তাকে সাইবেরিয়ার একটি কারাগারে স্থানান্তর করা হয়েছিল। মৃত্যুর প্রায় চার বছর আগে ২০২০ সালে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল। সেবার জার্মানিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান তিনি।

×