
অ্যান্টার্কটিকায় সম্প্রতি ঘটে গেছে বিরল এক ঘটনা। অঞ্চলটিতে আঘাত হেনেছে বরফের সুনামি। ঘটনাটি রেকর্ড করেছেন চীনের ৪১তম অ্যান্টার্কটিক অভিযানের গবেষকরা। অ্যান্টার্কটিকায় চীনের ঝোংশান গবেষণা স্টেশনের কাছে ভয়াবহ বরফের সুনামি শনাক্ত করা হয়েছে। এ সময় ৩ থেকে ৬ ফুট উচ্চতার বিশাল ঢেউ রেকর্ড করা হয়। গবেষকদের মতে, বৈশ্বিক উষ্ণতার কারণে বরফের গলে যাওয়া আরও দ্রুত হচ্ছে। যা ভবিষ্যতে বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
গবেষকরা জানান, এই সুনামি আঘাত হানার সময় ৩ থেকে ৬ ফুট উচ্চতার বিশাল ঢেউ সৃষ্টি হয়।
চলতি বছর জানুয়ারির শেষ দিকে কয়েক দফা আর ফেব্রুয়ারির প্রায় প্রতিদিনই এমন ঢেউ শনাক্ত করা হয়েছে। চীনা গবেষকদের মতে, বৈশ্বিক উষ্ণতার কারণে আগের চেয়ে দ্রুত গলে যাচ্ছে বরফ। পরিবর্তিত জলবায়ুর প্রভাব অ্যান্টার্কটিকায় প্রকট হয়ে উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, আইসবার্গ গলে ও ভারসাম্য হারিয়ে উল্টে গেলে বিশাল ঢেউ তৈরি হয়, যা স্টেশনের জন্য ঝুঁকিপূর্ণ। চীনের উহান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, হিমবাহের ভেঙে পড়া এবং আইসবার্গের ওজন পরিবর্তনের কারণে এই সুনামির সৃষ্টি হয়েছে।
এর আগে ২০১৯ সালে এমনই এক ভয়াবহ সুনামি চীনের ঝোংশান স্টেশনে আঘাত হানে।
এতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই গবেষকরা অঞ্চলটিতে নজরদারি বাড়িয়েছেন, যেন সময়মতো সুনামির সতর্কতা জারি করা যায়।