ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সিডনিতে সিস্টারহুড ফেস্ট অনুষ্ঠিত 

প্রকাশিত: ১৩:১১, ২৯ আগস্ট ২০২৪

সিডনিতে সিস্টারহুড ফেস্ট অনুষ্ঠিত 

অজি বাংলা সিস্টারহুডের মিলনমেলা।

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি নারীদের সবচেয়ে বড় মিলনমেলা সিস্টারহুড ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সিডনির মারানা অডিটোরিয়ামে অজি বাংলা সিস্টারহুডের আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।জানা যায়, সিডনিতে চতুর্থবারের মতো এই আয়োজন করা হয়েছিল। এ বছরের উৎসবটি অনেকটাই ব্যতিক্রমী ছিল। যেখানে দেশের বর্তমান বন্যা পরিস্থিতির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই এবং আয়োজনের বাজেট এর একটা অংশ বন্যার্তদের তহবিলে প্রদান করা হয়।সুসজ্জিত অডিটোরিয়ামে দুটি ফটোবুথের ব্যবস্থা করা হয়েছিল, যা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। ফটোবুথগুলি তৈরি করেছেন কানিতা আহিমেদ এবং প্রত্যাশা ইকবাল। এই আয়োজনের টাইটেল স্পন্সর ছিলেন জাজ ফুডস এর কর্ণধার আফরিন আলম, যিনি সার্বিকভাবে সাহায্য করেন এই আয়োজনে। সেইসঙ্গে ম্যানেজমেন্ট টিম এবং সকল স্পন্সরদের সহায়তা ছিল অতুলনীয়।অনুষ্ঠানের সঞ্চালনার ছিলেন মেহরুবা জেবিন এবং নুদ্রাত লোহানি, যারা অত্যন্ত সুনিপুণভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। অনুষ্ঠানের শুরুতে ছিল গত জুলাইয়ের আন্দোলনে নিহত ছাত্রদের নিয়ে একটা বিশেষ ট্রিবিউট, যা দেখে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারপর আগত অতিথিরা সবাই সমবেত হয়ে গেয়েছেন ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি’। এছাড়া, অনুষ্ঠানটি সাজানো হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়, যেখানে মন্যমুগ্ধকর নাচ এবং সংগীতের মাধ্যমে দর্শকবৃন্দ একটা সুন্দর সময় অতিবাহিত হয়।এই বছরের সিস্টারহুড ফেস্ট সিডনিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল। এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক উৎসব বা মিলনমেলা নয়, এই উৎসব নারীদের মধ্যে একটি শক্তিশালী সম্প্রদায়বোধ তৈরি করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অজি বাংলা সিস্টারহুডের প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস বলেন, ‘এই প্লাটফর্মটি অস্ট্রেলিয়ার বাংলাদেশি নারীদের একতার এক অনন্য নিদর্শন। আমরা নারীরা সুখে, শোকে, প্রতিবাদে বা কোন বিপদে আপদে একে অপরের পাশে আছি এবং সবাই একসঙ্গে আছি এইটাই আমাদের এই প্লাটফর্ম এর প্রাপ্তি।’

এম হাসান

×