
কাশ্মীরে ভয়াবহ হামলার জবাবে দোষীদের "কল্পনাতীত" শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহার রাজ্যে এক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর আয়োজিত জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
বক্তৃতার শুরুতেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করেন মোদি। এরপর বিশাল জনসমাবেশের সামনে হিন্দিতে বলেন, “যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে, তাদের এমন শাস্তি দেওয়া হবে যা কল্পনারও বাইরে। আমরা তাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খুঁজে নিয়ে শাস্তি দেব।”
মঙ্গলবারের ভয়াবহ হামলায় কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের হাতে ২৬ জন পর্যটক নিহত হন। সেই ঘটনার পর প্রথমবার সরাসরি বক্তব্যে মোদি বলেন, “তারা শাস্তি পেতেই হবে। এই সন্ত্রাসীদের যেটুকু জমি আছে, আমরা তা ধ্বংস করে দেব। ১৪০ কোটি ভারতবাসীর সংকল্প এই সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে দেবে।”
বিশ্ববাসীর উদ্দেশে বিরলভাবে ইংরেজিতে বক্তব্য রেখে মোদি বলেন, “সন্ত্রাসবাদীদের কোনও ছাড় দেওয়া হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
রাজু