ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মিয়ানমারে দখল করা শহর জান্তার কাছে ফেরত দিল বিদ্রোহীরা

প্রকাশিত: ২১:১৯, ২৩ এপ্রিল ২০২৫

মিয়ানমারে দখল করা শহর জান্তার কাছে ফেরত দিল বিদ্রোহীরা

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) গত বছর দখল করা একটি গুরুত্বপূর্ণ শহর লাশিও জান্তা কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে। সম্প্রতি বেজিংয়ে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় শহরটি ফিরিয়ে দেওয়া হলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। খবর ইরাবতী নিউজের।
২০১৯ সালে তিন বিদ্রোহী গোষ্ঠী তথা মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএএলএ) ও আরাকান আর্মি (এএ) মিলে একটি জোট গঠন করে যার নাম দেওয়া হয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এটি ৩বিএইচএ নামেও পরিচিত। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হলো এমএনডিএএ যা কোকাং আর্মি নামেও পরিচিত। মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রায় তিন বছরের মাথায় ২০২৩ সালের নভেম্বরে সামরিক জান্তার বিরুদ্ধে অভিযান শুরু করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স।

প্যানেল

×