
কয়েক দিনের ব্যবধানে আবারও কম্পন। ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, যার প্রভাব অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা, যা কম্পনের দিক থেকে এক অতি সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত।
এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভূমির ৭৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। এ মাত্রার ভূকম্পন কেন্দ্রস্থলের আশেপাশের এলাকায় গুরুতর ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। যদিও এখনো পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তানে ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে। কিছুদিন আগেই একই অঞ্চলে রিখটার স্কেলে ৪.৯ মাত্রার ভূকম্পন হয়। এরও আগে, ১৩ এপ্রিল ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প ঘটে যার উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ১০ মার্চ একই ধরনের ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে, যেটির কেন্দ্রস্থলও ছিল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল।
হিন্দুকুশ অঞ্চলটি ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ভূ-প্রাকৃতিকভাবে এই অঞ্চলটি অতিমাত্রায় ভূমিকম্পপ্রবণ। প্লেটের চলাচলের কারণে এ এলাকায় প্রায়শই কম্পন অনুভূত হয়।
আফরোজা