
সংগৃহীত
বাংলাদেশকে দেওয়া ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছে দেশটি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লীতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের দেওয়া ট্রান্সশিপমেন্টের কারণে ভারতের বিমান ও নৌবন্দরে দীর্ঘ সময় ধরে যানজট তৈরি হয়ে আসছিল।
ফলে লজিস্টিক বিলম্ব ও ব্যয় বেড়ে যাওয়ায় ভারতের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তা আটকে যাচ্ছিল। সেই কারণে গত ৮ এপ্রিল থেকে বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, এই পদক্ষেপ ভারতের ভুখন্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের পন্য রপ্তানির ওপর কোন প্রভাব পড়বে না। উল্লেখ্য, গত ৮ এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত।
বিষয়টি নিশ্চিত করে ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি) একটি প্রজ্ঞাপন জারি করে। সিবিআইসির নতুন সার্কুলারে বলা হয়েছে, ২০২০ সালের ২৯ জুনের সার্কুলারটি বাতিল করা হচ্ছে এবং নতুন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে, এরই মধ্যে ভারতে প্রবেশ করা পণ্যগুলো আগের নিয়ম অনুযায়ী বের হতে পারবে। এই সুবিধা ২০২০ সালে চালু হয়েছিল।
আফরোজা