
ছবিঃ সংগৃহীত
ড. ইউনূস কী জিনিস সেটা মোদিও জানে বলে মন্তব্য করেছেন গর্গ চট্টোপাধ্যায়। এই ভারতীয় একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে এ মন্তব্য করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে।
তিনি বলেন, এই উপমহাদেশ ও পশ্চিমবঙ্গে একজন হিন্দু ও বাঙালি হিসেবে এতটা অসহায়বোধ আমি কখনো করিনি যে পূর্ব বঙ্গে আমার রক্তের আত্মীয় যারা নিপীড়িত হয়েছে ও একটি অগণতান্ত্রিক সরকার গঠন হয়েছে সেই উদ্বেগের প্রতিফলন ঘটানোর দায়িত্ব সাংবিধানিকভাবে আমরা কেন্দ্রীয় সরকারকে দিয়েছিলাম।
গর্গ বলেন, আগস্টে আমরা বলেছিলাম ট্রেড বন্ধ করতে, কোন তিস্তা চুক্তি থাকবে না কিন্ত কেন্দ্রীয় সরকার তা করেনি। আমরা ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার অন্তত ঠাকুরগাঁও, পঞ্চগড়ের মত জায়গাগুলোতে হিন্দুদের জন্য সেফ জোন তৈরি করবে। সেখান থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম! ড. ইউনূস কী জিনিস, আপনি জানেন, আমি জানি, প্রতিটি হিন্দু বাঙালি জানে, মোদিও জানে।
রিফাত