ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

যুদ্ধের জন্য প্রস্তুত মিসরের সশস্ত্র বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ৮ এপ্রিল ২০২৫

যুদ্ধের জন্য প্রস্তুত মিসরের সশস্ত্র বাহিনী

যুদ্ধের জন্য প্রস্তুত মিসরের সশস্ত্র বাহিনী

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং মিসরের সশস্ত্র বাহিনী সম্পর্কে দেশটির কৌশলগত বিশেষজ্ঞ মেজর জেনারেল ড. সামির ফারাগের এক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাদা এল-বালাদ টিভিতে প্রচারিত মিসরীয় টক শো ‘আলা মাসৌলিটি’-তে মিসরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সামরিক বাহিনীর সতর্ক অবস্থার কথা বলেন ফারাগ। খবর মিডল ইস্ট মনিটরের।
ড. সামির ফারাগ বলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মিসরে উদ্বেগ স্বাভাবিক। যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন ধারণা নিয়ে মিসরের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ স্তরে প্রস্তুতি নিচ্ছে। ফারাগ মিসরীয়দের মধ্যে নতুন করে দেশপ্রেমের চেতনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ঈদুল ফিতরের সময় নাগরিকদের কাছ থেকে সামরিক সেবায় স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান ত্যাগ এবং জাতীয় কর্তব্যের একটি স্বাভাবিক অনুভূতির দিকটিই প্রতিফলিত করে।

ফিলিস্তিনিদের পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে হামাসের ভূমিকার কথাও উল্লেখ করেন ড. ফারাগ, এর তুলনা করেন আলজিরিয়ার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। মিসরের প্রতি নমনীয় হিসেবে বর্ণনা করে হামাসের প্রশংসা করেন ফারাগ, বিশেষ করে গাজায় যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থার প্রস্তাবে সম্মত হওয়ার জন্য। তিনি ভবিষ্যতের আলোচনায় আরও নমনীয় (হামাসকে) হওয়ারও আহ্বান জানান। তিনি আরও বলেন, হামাসের আর আগের মতো সামরিক শক্তি নেই, তবে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা সাহসিকতার সাথে লড়াই করেছে।

×