
খান ইউনিসে ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া সাংবাদিক ইসলাম মেকদাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ফিলিস্তিনি
গত মার্চ মাস থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা শুরুর পর ক্রমাগত নিজেদের দখলদারিত্ব বাড়িয়ে চলেছে ইসরাইল। এখন পর্যন্ত উপত্যকার ৫০ শতাংশ দখলে নিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। এর ফলে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। সোমবার মধ্য গাজায় হামলা চালিয়ে দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী।
ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে এক ডজনেরও বেশি নারী ও শিশু রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। খবর আলজাজিরার।
ইসরাইলি সেনা ও মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, গাজা সীমান্তের আশপাশে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এসব এলাকা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সামরিক বাফার জোনের পরিধি দ্বিগুণ করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেয় হামাস।
অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে হামাসকে চাপ দেওয়ার সাময়িক প্রয়োজনের অজুহাতে হামলা অব্যাহত রাখার পাশাপাশি গাজার ভূমির নিয়ন্ত্রণ নিয়ে কড়াকড়ি আরোপ করে ইসরাইল। তবে মানবাধিকার গোষ্ঠী ও গাজা বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইলের দখলে থাকা অঞ্চলটির উত্তর-দক্ষিণের ভূমিকে বিভক্ত করা করিডোরটি দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতে পারে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে বলেছেন, হামাস পরাজিত হওয়ার পরও ইসরাইল গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং ফিলিস্তিনিদের সেখান থেকে চলে যেতে বাধ্য করা হবে।
পাঁচ ইসরাইলি সেনা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, ইসরাইলি সীমান্তের কাছে ধ্বংসযজ্ঞ এবং বাফার জোনের ধারাবাহিক সম্প্রসারণ ১৮ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চলমান। গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর যে দলটি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের সুরক্ষায় মোতায়েন করা ট্যাংক স্কোয়াডের এক সদস্য বলেন, তারা যা কিছু পেয়েছে তাই ধ্বংস করেছে।
তাদের সামনে যা কিছু কার্যকর মনে করছে, তারা সেখানেও গুলি করেছে যাতে ফিলিস্তিনিদের ফিরে আসার কিছুই না থাকে। সোমবার বাফার জোনে থাকা সেনাদের বিবরণ নথিভুক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দখলদারিত্ব বিরোধী ভেটেরান্স গ্রুপ ব্রেকিং দ্য সাইলেন্স। হাতেগোনা কয়েকজন সেনাদের মধ্যে কয়েকজন এপির সঙ্গে আলাপও করেছেন। ইসরাইলি সামরিক বাহিনী ওই অঞ্চলটিকে একটি বিশাল পতিত ভূমিতে পরিণত করছে বলে জানিয়েছেন।